যে কোন কিছু শেখার জন্য GOOGLE এ সার্চ করলেই গুগুল পপুলার বা অপটিমাইজড সাইটের কন্টেন্ট গুলা সামনে এনে দেয়। কিন্তু মাঝে মাঝে কোন টিঊটোরিয়াল টা ভাল সেটা বুজতে বা খুঁজে পেতে আমরা কনফিঊজড হয়ে যাই। এই পোস্টে আমি আমার কালেকশনে থাকা ভাল কিছু সাইট বা টপিকের টিঊটোরিয়ালের লিংক দিবো; কারো কাজে দিতে পারে। সত্যি কথা বলতে আমরা যেসব অ্যাডভান্স জিনিসপত্র পড়ছি, এগুলো ভালভাবে বুজতে চাইলে অনলাইনের শরণাপন্ন হওয়া ছাড়া ঊপায় নাই ।
- গণিতের ব্যাসিক জিনিস গুলা www.mathisfun.com এই সাইটে অতি সুন্দর ভাবে বিশ্লেষণ করা আছে।
- একটু এডভান্স জিনিসপত্র বা ডিপার্ট্মেন্টের কোর্স রিলেটেড কিছু সম্পর্কে জানতে mathworld.wolfram.com , tutorial.math.lamar.edu, MIT OpenCourseWare আর www.khanacademy.org তো আছেই।
- পেইড বা ফ্রী অনলাইন কোর্স করতে Coursera, Udemy, Lynda, Udacity এই সাইট গুলো বেশ জনপ্রিয়।
- বাংলা ভাষায় গণিতের একটু এডভান্স লেভেলের কন্টেন্ট সহ সাইট চোঁখে পড়েছে www.borgomul.com
- Proof of elementary row operations for matrices
- Proof that 1 + 1 = 2
- Vector Functions
- Differential Geometry Course on youtube
- MIT Open Course ware Numerical Analysis Course
- Essence of calculus course on youtube
- Essence of Linear Algebra; লিনিয়ার অ্যালজেব্রার জন্য সেরা একটা কোর্স ইউটিউবে।
- Patrik JMT YouTube Channel
- Basic ব্যাপারগুলা বুজার জন্য জনপ্রিয় চ্যানাল- mathantics
- nptelhrd: এডভান্স অনেক কোর্স আছে এখানে
- Vector Space
- Mathematics এর জন্য চরম জনপ্রিয় ইউটিউব চ্যানাল। Numberphile | e(Euler’s Number)
- আমাদের সেরা চমক হাসানের ইউটিউব চ্যানাল। ক্যালকুলাস বুজতে আমি সবাইরে এইটা দিয়াই শুরু করতে বলি।
- Finding Equation of a tangent to a curve
- Fourier-Series সম্পর্কে এই সাইটের ব্যাখ্যা গুলো ভাল লেগেছে।
- Table of Common Integrals
- আমাদের C Programming lab এ Numerical Method এর এই প্রব্লেম গুলো সল্ভ করতে হয়।
- Programming নিয়ে যেহেতু আমাদের কয়েকটা কোর্স আছে তো সুবিন ভাইয়ের এই বইটা পড়ে ফেললে কাজে দিবে।
- Special Relativity বুজতে এই youtube course টা ভাল।
- What’s a Tensor?
- Tensors Explained Intuitively: Covariant, Contravariant, Rank
- Square Root Property discussion; you must be entertained:)
- The Map of Mathematics youtube video. may be you will get a nice discussion on the syllabus of Pure Mathematics and Applied Mathematics.
- Integrating factor to solving linear differential equation
কোন কিছু শেখার জন্য প্রথমে wikipedia র পেইজটা দেখে নেয়া যেতে পারে। তবে সাইট গুলাতে গিয়ে খোঁজার চেয়ে, google দিয়ে খোঁজাই কিন্তু অধিক কার্যকর। যেমন mathisfun.com এ গিয়া logarithm সম্পর্কে খোঁজার চেয়ে কিন্তু Google এ logarithm mathisfun লিখে সার্চ দিলেই অতি সহজে এই সাইটের logarithm সম্পর্কিত কন্টেন্ট গুলা খুঁজে নেয়া যাবে।
Facebook Comments